টাঙ্গাইলে বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-৫ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন।
সেসময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহসান হাবিব মাসুদ বলেন, “এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ আমাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।”
এসময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, “নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম;
এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবির, ছাত্রমজলিশ, ছাত্রশক্তিসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/এস