যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের (আইসিই) প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে। এছাড়া একই দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। দুই মার্কিন নাগরিককে হত্যার পর ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছে।
জাতীয় অভিবাসন দমন অভিযানের আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিস এলাকায় তিন হাাজার ফেডারেল অফিসারকে পাঠিয়েছেন। চলতি মাসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিবিদ্ধ দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি এবং রেনি গুডের
শুক্রবার ‘কাজ নেই, স্কুল নেই, কেনাকাটা নেই’ এই স্লোগানে আয়োজকরা সমাবেশে স্লোগান দিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন।
৬৫ বছর বয়সী একজন প্রশিক্ষক অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের এই আক্রমণকে ‘নাগরিকদের উপর আমাদের ফেডারেল সরকারের পূর্ণাঙ্গ ফ্যাসিবাদী আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
কলোরাডোর অরোরায় শুক্রবার সরকারি স্কুল বন্ধ ছিল। কারণ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতির আশঙ্কা ছিল। অ্যারিজোনার টাকসনে গণ অনুপস্থিতির আশঙ্কায় কমপক্ষে ২০টি স্কুল ক্লাস বাতিল করেছে। শিকাগোর ডিপল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘অভয়ারণ্য ক্যাম্পাস’ এবং ‘ফ্যাসিস্টদের এখানে স্বাগত জানানো হবে না।’ ক্যালিফোর্নিয়ার লং বিচে আইসিই-বিরোধী প্ল্যাকার্ড বহনকারী হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ব্রুকলিনে বিক্ষোভকারীা একটি দীর্ঘ কুচকাওয়াজ মিছিল করে এবং আইসিই-বিরোধী স্লোগান দেয়।
ঢাকা/শাহেদ