ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩৭, ৩০ জানুয়ারি ২০২৬
গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শুক্রবার সকালে গাজীপুরে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, আজ থেকে বিজিবি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। তার মানে এই নয় যে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা কোন কিছুর জন্য করা হয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

আরো পড়ুন:

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিলের পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে শুক্রবার সকাল থেকে ১৪ প্লটুন বিজিবির সদস্য জেলা শহরসহ ৫টি উপজেলায় টহল দিচ্ছেন।

গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরো অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়