ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইরাল ভিডিও নিয়ে চর্চায় ‘ছোটি বহু’ রুবিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৯, ২৯ জানুয়ারি ২০২৬
ভাইরাল ভিডিও নিয়ে চর্চায় ‘ছোটি বহু’ রুবিনা

রুবিনা দিলাইক

ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’খ্যাত এ অভিনেত্রীর পরনে প্রিন্টেড শাড়ি। ক্যামেরার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়েন তিনি। তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়। এরপর হাসিমুখে তিনি বলেন—“আমি প্রেগন্যান্ট।” তারপরই থমকে যায় ভিডিওটি। মূলত, রুবিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, তাতে এমন দৃশ্য দেখা যায়।  

রুবিনার এই ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। তার ভক্ত-অনুরাগীদের অনেকে তাকে অভিবাদন জানিয়েছে। তবে নেটিজেনদের বড় একটি অংশ খবরটি নিয়ে দ্বিধাগ্রস্ত। কারণ অনেকের মতে—এ ভিডিওর নেপথ্যে অন্যকোনো ঘোষণা বা ব্র্যান্ড প্রচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার মধ্যে বিষয়টি নিয়ে বাড়তি একটি শব্দও ব্যবহার করেননি অভিনেত্রী। এমনকি, ভিডিওটি তার বর অভিনব শুক্লাকেও ট্যাগ করেননি। ফলে চর্চায় পরিণত হয়েছেন রুবিনা।  

আরো পড়ুন:

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। ২০২৩ সালে জমজ কন্যাসন্তানের মা-বাবা হন এই যুগল।  

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা। ৩৮ বছর বয়সি রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ।  

রুবিনা দিলাইক


অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন রুবিনা। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়