ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অভিনন্দন’-এ গাইবেন মনির খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬  
‘অভিনন্দন’-এ গাইবেন মনির খান

গান পরিবেশন করছেন মনির খান

বিটিভি মানেই জমজমাট ম্যাগাজিন অনুষ্ঠান। আবার ম্যাগাজিন অনুষ্ঠান বললে বিটিভির নামই আগে আসে। নিয়মিত বহুমাত্রিক বিনোদন ও সংস্কৃতির এমন আয়োজন দেশের অন্য কোনো চ্যানেলে খুব একটা দেখা যায় না। সেই ধারাবাহিকতায় এবার নতুন নামে ও নতুন সঞ্চালনায় শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান—‘অভিনন্দন’। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। প্রতি মাসে ম্যাগাজিন অনুষ্ঠানটির একটি করে পর্ব প্রচার হবে। প্রতিটি পর্বেই একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো হবে বৈচিত্র্যময় আয়োজন। 

আরো পড়ুন:

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রশিদ সাগর, প্রযোজনায় রয়েছেন ইয়াসির আরাফাত। ‘অভিনন্দন’-এর বিশেষ আকর্ষণ হিসেবে প্রথম পর্বের গল্প-আড্ডা অংশে অতিথি হিসেবে অংশ নিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে। 

সংগীত পর্বে দর্শকরা শুনতে পাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল। 

এছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা তুলে ধরতে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা। 

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার সমন্বয়ে নির্মিত ‘অভিনন্দন’ দর্শকদের জন্য একটি উপভোগ্য ও অর্থবহ আয়োজন হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে বিটিভি কর্তৃপক্ষ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়