সাংবাদিকদের দাবির মুখে অফলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগের পদ্ধতিতে কার্ড দেওয়ার ব্যবস্থা পুনর্বহাল করা হবে। অনলাইনে যেসব আবেদন ও কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি অতীতে যেভাবে সাংবাদিকরা কার্ড পেতেন, সেভাবেই অফলাইনেও কার্ড পাওয়ার সুযোগ তৈরি করা হবে।”
তবে এ ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি। সিনিয়র সচিব বলেন, “এটা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। পদ্ধতিটি আবার নতুন করে কার্যকর করতে কিছুটা সময় লাগবে।”
সাম্প্রতিক নির্বাচনের সময়ে সংবাদ সংগ্রহের জন্য কার্ড পেতে অনলাইনে আবেদন করতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েন সাংবাদিকরা। এ নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ ও দাবি জানানো হলে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।
ঢাকা/এমএসবি/এসবি