যেকোনো সামরিক পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত ইরান
ইরানের অভিজাত ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো সামরিক পরিস্থিতির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নায়িনির বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের প্রতিপক্ষের সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ প্রতিকূল পদক্ষেপ মোকাবেলায় বিস্তারিত কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে।
নায়িনি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ করেছেন। তার দাবি, ওয়াশিংটন ইরানি জনসাধারণের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার জন্য বলপ্রয়োগ এবং ভীতি প্রদর্শনের উপর নির্ভর করেছে।
তিনি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা ইরানের প্রতিরোধে হতাশ এবং এখন ইরানি সমাজের বিরুদ্ধে মিথ্যা বর্ণনার মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন।
এদিকে, ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের সেনাবাহিনী এক হাজার ড্রোন হাতে পেয়েছে। সশস্ত্র বাহিনীর একাধিক শাখায় ড্রোনগুলো সরবরাহ করা হয়েছে।
সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আমির হাতামি বলেছেন, “সামনের হুমকির সাথে সামঞ্জস্য রেখে, সেনাবাহিনী দ্রুত যুদ্ধ এবং যেকোনো আক্রমণকারীর বিরুদ্ধে চূর্ণ-বিচূর্ণ প্রতিক্রিয়া প্রয়োগের জন্য তার কৌশলগত সুবিধাগুলি বজায় রাখে এবং বৃদ্ধি করে।”
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে বাধ্য করার জন্য এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
ঢাকা/শাহেদ