ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতে ইসলামীর নারী সমাবেশ স্থগিত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৯ জানুয়ারি ২০২৬  
জামায়াতে ইসলামীর নারী সমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের উদ্যোগে আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ‘নারী সমাবেশ' স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নারী বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণে এ সমাবেশ স্থগিত করা হয়েছে।'

আরো পড়ুন:

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দেন।

সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ‘আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ঘোষণায় কর্মসূচিটি স্থগিত করা হয়।'

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়