ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীদের উচিত স্বামীর সঙ্গে কথা বলার সময় গলা চড়ানো: রানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬
স্ত্রীদের উচিত স্বামীর সঙ্গে কথা বলার সময় গলা চড়ানো: রানী

রানী মুখার্জি

পারিবারিক সম্পর্ক ও লিঙ্গভিত্তিক ভূমিকা নিয়ে মত প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। “স্ত্রীদের উচিত স্বামীর সঙ্গে কথা বলার সময় গলা চড়ানো”—এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন—রানী দাম্পত্য সম্পর্কে চিৎকার বা উচ্চস্বরে কথা বলাকে স্বাভাবিক করে তুলছেন। 

কয়েক দিন আগে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন রানী মুখার্জি। এ আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, “আমি মনে করি, সম্মান ঘর থেকেই শুরু হয়। আপনি যখন দেখেন, আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, তখন ছেলের মনে হয়—যদি আমার মায়ের সঙ্গে এমন করা যায়, তাহলে অন্য মেয়ের সঙ্গেও একই ব্যবহার করা যায়।” 

আরো পড়ুন:

বাবাদের দায়িত্বের কথা স্মরণ করে রানী মুখার্জি বলেন, “এ ক্ষেত্রে বাবাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন, বাড়িতে তারা তাদের স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করছেন, কারণ ছেলেরা সেটা দেখে বড় হয়। যদি আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, তাকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে ছেলেরা বুঝবে যে, অন্য নারীদেরও সেই সম্মান দেওয়া উচিত।” 

রানী মুখার্জি


“সুতরাং সবকিছুর শুরুটা হয় ঘর থেকেই। এমনকি, মায়ের ওপর বাবার গলা চড়ানোর মতো ছোট বিষয়ও হওয়া উচিত নয়। বরং বাবার ওপরে মায়েরই গলা চড়ানো উচিত।” বলেন রানী মুখার্জি।  

এ সময় রানী তার স্কুলজীবনের একটি ঘটনা উল্লেখ করেন। এ অভিনেত্রী জানান, রানী একবার এক ছেলেকে চড় মেরেছিলেন। এরপর মজা করে নিজের স্বামী, পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার কথাও উল্লেখ করেন। তার ভাষায়—“শুধু একজন ছেলেকেই আমি চড় মেরেছিলাম, আর বাকিরা সবাই আমার বন্ধু ছিল। আমার স্বামীকে গিয়ে আবার জিজ্ঞেস করবেন না, প্রতিদিন বাড়িতে তার সঙ্গে কী হয়?” 

রানী মুখার্জি


রানীর মুখার্জির এসব মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে রানীর বক্তব্য ইতিবাচকভাবে গ্রহণ করেননি। রেডিট ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নেটিজেনদের অনেকে তার বক্তব্যের সমালোচনা করেছেন।  

নেটিজেনদের একজন লেখেন, “এটা কেমন আচরণ? আমি সত্যিই বুঝতে পারি না, এই প্রশ্ন তাকে কেন কেউ করেন না। তিনি আগের প্রজন্মের মানুষ বলেই কি, যা খুশি বলতে পারেন?” প্রশ্ন ছুড়ে দিয়ে অন্য একজন লেখেন, “কেউ কেন কারো ওপর গলা চড়াবে? আমরা কি শান্তভাবে, নরমভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি না?” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।  

‘মারদানি থ্রি’ সিনেমার দৃশ্যে রানী মুখার্জি


আদিত্য চোপড়াকে বিয়ের পর অভিনয় কমিয়ে দেন রানী মুখার্জি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালে মুক্তি পায় এটি। প্রায় তিন বছরের বিরতি নিয়ে ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তার অভিনীত ‘মারদানি থ্রি’ সিনেমা শুক্রবার (৩০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ধর্ষণ আর নারী নির্যাতনসহ নানা সামাজিক সমস্যায় রুখে দাঁড়ানো পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায় সিনেমাটির মূল চরিত্র। পর্দার মারদাঙ্গা এই আইপিএস কর্মকর্তাই রানী মুখার্জি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়