বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম।
বহিষ্কারের বিষয়ে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয়দের একাংশের মতে, বহিষ্কারের খবরটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘‘বিনা কারণে বিএনপি আমাকে বহিষ্কার করেছে। এই খুশিতে মিষ্টি বিতরণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’’
এর আগে গত ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসীম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরো বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়।
ঢাকা/রতন/রাজীব