বিক্ষোভকারীদের অনুপ্রাণিত করতে ইরানে হামলা করতে চেয়েছিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের অনুপ্রেরণা দিতে তেহরানের কিছু লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অনুপ্রাণিত করার জন্য নিরাপত্তা বাহিনী এবং নেতাদের উপর লক্ষ্যবস্তু হামলার বিকল্পগুলো বিবেচনা করছেন। তবে ইসরায়েলি এবং আরব কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, কেবল বিমান বাহিনী ইরানের শাসকদের পতন ঘটাতে পারবে না।
আলোচনার সাথে পরিচিত দুটি মার্কিন সূত্র জানিয়েছে, মাসের শুরুতে ইরানে দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন দমন করার পর ট্রাম্প দেশটির‘শাসন পরিবর্তনের’ জন্য পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। এটি করার জন্য, তিনি সহিংসতার জন্য ওয়াশিংটনকে দায়ী করা কমান্ডার এবং প্রতিষ্ঠানগুলোকে আঘাত করার বিকল্পগুলো খুঁজছিলেন, যাতে বিক্ষোভকারীদের আত্মবিশ্বাস দেওয়া যায় যে তারা সরকার এবং নিরাপত্তা ভবনগুলো দখল করতে পারে।
মার্কিন সূত্রগুলোর মধ্যে একটি জানিয়েছে, ট্রাম্পের সহযোগীদের মাধ্যমে আলোচনা করা বিকল্পগুলোর মধ্যে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এমন একটি আরো বড় হামলাও অন্তর্ভুক্ত ছিল। এটি সম্ভবত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কাছে পৌঁছাতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা এর পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির বিরুদ্ধে ছিল।
অন্য মার্কিন সূত্র জানিয়েছে, ট্রাম্প সামরিক পথ গ্রহণ করবেন কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং সহায়ক যুদ্ধজাহাজের আগমন ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাকে আরো বাড়িয়ে দিয়েছে।
চার আরব কর্মকর্তা, তিনজন পশ্চিমা কূটনীতিক এবং একটি ঊর্ধ্বতন পশ্চিমা সূত্র যাদের সরকারকে আলোচনা সম্পর্কে অবহিত করা হয়েছিল, তারা উদ্বিগ্ন যে এই ধরনের হামলা মানুষকে রাস্তায় নামানোর পরিবর্তে আন্দোলনকে দুর্বল করে দিতে পারে।
মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান প্রোগ্রামের পরিচালক অ্যালেক্স ভাতাঙ্কা জানিয়েছেন, বৃহৎ আকারের সামরিক বাহিনী ছাড়া ইরানের বিক্ষোভ ‘বীরত্বপূর্ণ কিন্তু পরাজিত’ হিসেবে রয়ে গেছে।
ঢাকা/শাহেদ