বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এইচ সেলিমের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নির্বাচনি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সেলিমের সমর্থক রেজাউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত আমরা নির্বাচনি কার্যালয়ে ছিলাম। সবাই চলে যাওয়ার পর রাত দেড়টার দিকে পাশের এক দোকানদার ফোন করে ভাঙচুরের বিষয়টি জানায়।
স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিম বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। যতই বাধাই দেওয়া হোক, ইনশাল্লাহ আমি বিজয়ী হবো।
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, অভিযোগ পেয়েছি; তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশা/রাজীব