ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ মুনাফা পাবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ মুনাফা পাবেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংকের এই মুনাফার হার বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক।”

আরো পড়ুন:

একই সঙ্গে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। কারণ, এই দুই বছরে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকই বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা পাওয়ার কথা নয়। তবে সরকার অনুকম্পা হিসেবে ৪ শতাংশ হারে মুনাফা দিচ্ছে। এতে মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।

গভর্নর আরো বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাস-ভিত্তিতে মুনাফা পাবেন। তবে ২ লাখ টাকার বেশি মূলধন উত্তোলনে কিছুটা সময় লাগবে।”

তিনি বলেন, “আমানতকারীদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণের জন্য আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি হটলাইন চালু করবে।”

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়