ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনা ভিসায় চীনে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৯ জানুয়ারি ২০২৬  
বিনা ভিসায় চীনে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা

চীন যেতে যুক্তরাজ্যের নাগরিকদের ভিসা লাগবে না। ৩০ দিনের জন্য চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন তারা। বৃহস্পতিবার চীন সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানিয়েছেন।

কিয়ার স্টারমার রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। কিছু চুক্তিতেও উপনীত হয়েছেন তিনি। এইসব চুক্তির মধ্যে ব্রিটিশ নাগরিকদের বিনা ভিসায় চীন ভ্রমণের চুক্তিও রয়েছে।

আরো পড়ুন:

এই চুক্তির বদৌলতে চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাওয়া ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়ার মতো ৫০টি দেশের কাতারে চলে আসবে যুক্তরাজ্য। বর্তমানে ব্রিটিশ পাসপোর্টধারীদের চীনা মূল ভূখণ্ডে ঢুকতে হলে ভিসা লাগে।

চীন ২০২৩ সাল থেকে ফ্রান্স, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করেছে। এই নিয়মের আওতায় ওই দেশগুলোর নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়া চীনে ভ্রমণ করতে পারেন।

ভিসা চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে, ব্যবসায়ীরা চীনে তাদের পদচিহ্ন বৃদ্ধির জন্য দাবি করে আসছে। আমরা তাদের জন্য এটি সহজ করে দেব - স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা নিয়ম শিথিল করার মাধ্যমে - বিদেশে সম্প্রসারণে তাদের সহায়তা করব, একই সাথে দেশে প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি করব।”

প্রধানমন্ত্রী স্টারমার বুধবার তিনদিনের সফরে চীনে পৌঁছান। ২০১৮ সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এই সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছেন স্টারমার। এসব চুক্তির মধ্যে রয়েছে-আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত অপরাধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় অংশীদারিত্ব গড়ে তোলা, যুক্তরাজ্য ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ চুক্তির সম্ভাব্যতা যৌথভাবে যাচাই,কোনো পণ্য, পরিষেবা, বা ব্যবস্থা নির্দিষ্ট মানদণ্ড, নিয়ম বা প্রবিধান মেনে চলছে কি না তা পরীক্ষা ও নিশ্চিতকরণে (কনফর্মিটি অ্যাসেসমেন্ট ) সহযোগিতা, যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রপ্তানি করা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়