আচরণবিধি ভঙ্গ: ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারা দেশে ১১৯টি মামলা হয়েছে এবং ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,“নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মামলা ও জরিমানা করা হচ্ছে।”
ইসির তথ্যমতে, গত ৮ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশের ১৭৬টি নির্বাচনি এলাকায় মোট ১৯২টি আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে জরিমানার পরিমাণ ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা এবং মামলা করা হয়েছে ১১৯টি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমএসবি/এসবি