ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিপন-সূচীর ‘মায়ের অধিকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬
রিপন-সূচীর ‘মায়ের অধিকার’

কানিজ সূচী ও রিপন খান

এ প্রজন্মের চিত্রনায়ক রিপন খান শোবিজে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন। চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করলেও এখন সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও—তিন মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও নিজেকে ব্যস্ত রাখছেন এই অভিনেতা। 

সম্প্রতি রিপন খান অভিনয় করেছেন ‘মায়ের অধিকার’ নাটকে। নাটকটি নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। বেলাল সানির গল্প ভাবনায় এবং তরিকুল ইসলাম তারেকের রচনায় নির্মিত এই নাটকে রিপনের বিপরীতে অভিনয় করেছেন কানিজ সূচী। 

আরো পড়ুন:

নাটকটিতে আরো অভিনয় করেছেন—সেলিম আহমেদ, রেবেকা রউফ, নাবিলা চৌধুরী, সামিয়া রিতা, হিরা সান, আলম আনোয়ার, দীপ রাজ, মিলন প্রমুখ। ইউ-টার্ন এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি প্রযোজনা করছে উইংস প্রোডাকশন। 

গল্পের মূল উপজীব্য পারিবারিক টানাপড়েনের ভেতর একজন মায়ের অধিকার হারানোর বেদনাদায়ক বাস্তবতা। নাটকটিতে দেখানো হয়েছে, বিয়ে পরবর্তী জীবনে একজন নারীর সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠার কথা স্বামী-সন্তান। কিন্তু সংসার টিকিয়ে রাখার সব চেষ্টা সত্ত্বেও যদি নারীটি স্বামী কিংবা সন্তানের কাছ থেকে যথার্থ সহযোগিতা, আন্তরিকতা ও মর্যাদা না পান, তাহলে একটি পরিবার ধীরে ধীরে অপূর্ণ হয়ে ওঠে। সেই ভাঙনের সবচেয়ে বড় শিকার হন মা। 

একটি ক্ষয়িষ্ণু পরিবার থেকে বঞ্চিত হয়ে ছিটকে পড়া এক মায়ের জীবনসংগ্রাম এবং সেই পরিবার নতুন করে গড়ে তোলার গল্পই বলা হয়েছে ‘মায়ের অধিকার’ নাটকে। খুব সহজ ও বাস্তব গল্পের মাধ্যমে একজন নারীর আত্মত্যাগ, লড়াই এবং শেষ পর্যন্ত তার প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার কথাই তুলে ধরেছেন নির্মাতা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়