১৩ কেজি ধানের শীষ গায়ে জড়িয়ে জনসভায় চা বিক্রেতা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ ১৯ বছর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।
দলটির নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছেন। কেউ দলটির পতাকা হাতে, কেউ পতাকা সংবলিত ক্যাপ মাথায় পরে, আবার কেউ ধানের শীষ জড়িয়ে সভাস্থলে এসেছেন। এর মধ্যে পুরো শরীর জুড়ে ১৩ কেজি ধানের শীষ গায়ে জড়িয়ে এসেছেন বগুড়া সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হযরত আলী। পেশায় তিনি চা বিক্রেতা। ধানের শীষ তার শার্টে সেলাই করে আটকিয়ে সভাস্থলে ঘুরছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন।
শুধু হযরত আলী নয়, তার মতো আরেক সমর্থককেও দেখা গেল, তিনিও ধানের শীষ গায়ে জড়িয়ে এসেছেন। কয়েকজন তো বাঁশের মাচার থাকে থাকে ধানের শীষ ঝুলিয়ে নিয়ে এসেছেন দলকে ভালোবেসে। তাদের এই ব্যতিক্রমী প্রচার সবার দৃষ্টি কাড়ছে।
হযরত আলী বলেন, ‘‘জিয়া সরকার যখন খাল খনন করছিলেন, তখন থেকে আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। তার সন্তান তারেক রহমানকেও আমি খুব ভালোবাসি। তিনি এই দেশের কৃতী সন্তান। এই দেশের জন্য তিনি মার খেয়ে লন্ডন গিয়েছিলেন। লন্ডন থেকে ১৭ বছর পরে তিনি দেশে ফিরেছেন। তাকে দেখতে আমি এখানে এসেছি।’’
তিনি বলেন, ‘‘তারেক রহমানের কাছে আমার আর কিছু চাওয়া নেই। এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, এটাই আমার চাওয়া। আমার একটাই চাওয়া তার সঙ্গে আমি হাত মেলাব।’’
জানতে চাইলে তিনি বলেন, তিনি পেশায় সাধারণ চা বিক্রেতা এবং কারো সাহায্য ছাড়াই ১৩ কেজি ধান দিয়ে নিজের এই বিশেষ পোশাক তৈরি করেছেন।
ঢাকা/এনাম/বকুল