ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প আবার চালু করা হবে: তারেক

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প আবার চালু করা হবে: তারেক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরো বড় হয়েছিল। কিন্তু, বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প আবার চালু করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এদিন দুপুর আড়াইটায় বক্তব্য দেওয়া শুরু করেন বিএনপির চেয়ারম্যান; শেষ করেন ২টা ৫৫ মিনিটে।

আরো পড়ুন:

ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারেজ হলে সবাই সুবিধা ভোগ করবে। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন তারেক রহমান।

তিনি বলেন, দেশ গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে, আগামী ১২ তারিখ দেশের মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারো সমালোচনাও করছি না। আমি যদি কারো সমালোচনা করি, তবে কারো লাভ হবে? পেট ভরবে?

কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির চেয়ারম্যান বলেছেন, নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকুন; সজাগ থাকুন।

তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে-ভেতরে ষড়যন্ত্র চলছে। কীভাবে নির্বাচন ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়।

ঢাকা/মাহী/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়