ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হলো শেরপুরে

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:০৬, ২৯ জানুয়ারি ২০২৬
ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হলো শেরপুরে

শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে শেরপুরে রওনা হন।

আরো পড়ুন:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য জানান। 

নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে।  রেজাউল করিম উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন।

বুধবার বিকেল ৩টার দিকে শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অনেক নেতাকর্মী ও সমর্থক আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা/তারিকুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়