তারেক রহমানের সমাবেশ: মিছিলের নগরীতে পরিণত রাজশাহী
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
তারেক রহমানের সমাবেশস্থলে যাওয়া রাজশাহী নগর বিএনপির একটি মিছিল।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দলীয় প্রধানের এ জনসভায় যোগ দিতে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে আসছেন সেখানকার নেতারা।
বিএনপি নেতারা জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়) জনসভায় তারেক রহমান নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন।
নাটোর থেকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির কর্মী আবদুর রহমান বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।”
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, “তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বিএনপির ঘাঁটি রাজশাহী। মানুষের শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেন। প্রত্যেক অঙ্গ সংগঠন স্লোগানের মাধ্যমে সমাবেশস্থল উত্তাল করবে। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।”
এদিকে, জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
ঢাকা/মাহী/মাসুদ