ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৫, ২৯ জানুয়ারি ২০২৬
সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

তারেক রহমান

প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি তুলে ধরবেন তার রাজনৈতিক পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও আগামীর বাংলাদেশের রূপকল্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরো পড়ুন:

ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সঙ্গে সেতুবন্ধনে নতুন সময়ের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চের বাইরে এসে তিনি সরাসরি তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা- পডকাস্টের মাধ্যমে বক্তব্য তুলে ধরবেন।

এই অভিনব মাধ্যমে কোনো উপস্থাপক ছাড়াই তিনি নিজেই জনগণের উদ্দেশে তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনা, অঙ্গীকার ও স্বপ্ন। সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের এই উদ্যোগকে নতুন রাজনৈতিক যোগাযোগের এক ভিন্ন মাত্রা হিসেবে দেখছেন অনেকে।

‘সবার আগে বাংলাদেশ’- এই প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান উন্মোচন করবেন আগামীর বাংলাদেশের একটি নতুন রোডম্যাপ। শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার পরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরতে তিনি ডিজিটাল এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে এই পডকাস্টে উপস্থাপিত হবে সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন, যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

 ঢাকা/ আলী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়