ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বগুড়া

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৮, ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বগুড়া

জনসভাস্থলে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ডানে- প্রস্তুত মঞ্চ।

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বগুড়ার মাটিতে পা রাখবেন বগুড়ার মানুষদের ‘নিজের লোক’ তারেক রহমান। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় জনসভার মঞ্চে ওঠার কথা তার। জেলা বিএনপির আয়োজনে এই জনসভার মাঠ এবং মঞ্চের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

সরেজমিনে সভাস্থল গিয়ে দেখা গেছে, আলতাফুন্নেছা মাঠের পূর্ব দিকের শেষ প্রান্তের ঠিক মাঝ বরাবর করা হয়েছে মঞ্চ। মাঠের মাঝখান দিয়ে সারিবদ্ধভাবে বাঁশের খুঁটিতে বাঁধা হয়েছে মাইক। সব মিলিয়ে জনসভায় ১৫০টি মাইক এবং বক্তৃতাদানকারীকে দেখানোর জন্য চারটি এলইডি স্ক্রিন ব্যবহার করা হবে। এছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে মাঠের উত্তর পাশে বিশাল আকারের একটি প্যানা টানানো হয়েছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে। এর বাইরে মাঠের আশপাশের বিল্ডিংগুলোতেও ব্যানার ঝুলিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে দুপুর ১টা ৩০ মিনিটে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। 

দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় মিনিটে নওগাঁর এটিএম মাঠ, কাজির মোড়ে এবং সন্ধ্যা ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে তিনি রাত্রিযাপন করবেন। 

পরদিন ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে রাত ৯টায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ফিরবেন। 

পরদিন ৩১ জানুয়ারি দুপুর ২টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় যোগদানের পর তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। আজকের জনসভার মধ্য দিয়ে ১৯ বছর ১ মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বগুড়াবাসীর। তাই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের আবেগ-অনূভুতিতে আটকে আছে আজকের সন্ধ্যা সাড়ে ৭টা। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। 

এর আগে চলতি মাসের ১১ তারিখে তারেক রহমানের বগুড়ায় জনসভা করার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে সেটি স্থগিত রাখা হয়। 

ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ইউপি সদস্য নূরে আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি তাকে সামনে থেকে দেখার জন্য। আজ তাকে চোখের সামনে দেখব এটা আমাদের জন্য অনেক আনন্দের। সেই আনন্দ থেকেই আমরা সকালেই এখানে চলে এসেছি।” 

সমাবেশে আসা আমিনুর ইসলাম বলেন, “দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ হচ্ছে এটা আমাদের জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এত বছর ধরে আমরা শুধু খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় তাকে দেখেছি। আজ সরাসরি তার বক্তব্য শোনার আশায় ভোর থেকেই আমরা রওনা দিয়েছি। এই সমাবেশ আমাদের জন্য শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আশা ও প্রত্যাশার প্রতীক। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বেই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে। তাই সব কষ্ট উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছি।”

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “এই জনসভায় মানুষের ঢল নামবে। আমরা ধারণা করছি কয়েক লাখ মানুষের সমাগম হবে। এ কারণে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বগুড়া। নেতাকর্মীসহ আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি। আশা করছি জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। জনসভা শেষে আগামীকাল বগুড়া-৬ (সদর) আসনে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। গাবতলী উপজেলার পৈতৃক ভিটা বাগবাড়ী গ্রামে স্থানীয় নেতাকর্মী ও মানুষদরে সাথেও কুশল বিনিময় করবেন।”

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়