কোপেনহেগেনকে উড়িয়ে শেষ ষোলোয় বার্সা
চ্যাম্পিয়নস লিগে আরেকটি দাপুটে প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। বুধবার দিবাগত রাতে লামিনে ইয়ামালের এক গোল ও এক অ্যাসিস্টে এফসি কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে লিগ পর্বে শীর্ষ পাঁচে থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে কাতালানরা।
ম্যাচের শুরুতেই অবশ্য চমকে দেয় সফরকারীরা। খেলার মাত্র চতুর্থ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে কোপেনহেগেনকে এগিয়ে দেন ১৭ বছর বয়সী ভিক্টর দাদাসন। নিজের ১৮তম জন্মদিনের আগেই এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার তৃতীয় গোল। যা নিঃসন্দেহে কিশোর প্রতিভার জন্য দারুণ অর্জন।
প্রথমার্ধে বার্সেলোনা বল দখলে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না। তবে বিরতির পর দৃশ্যপট বদলে দেন ইয়ামাল। ৪৮তম মিনিটে বক্সে ঢুকে নিখুঁত পাস বাড়িয়ে রবার্ট লেভানদোভস্কিকে দিয়ে সমতা ফেরান এই ১৮ বছর বয়সী উইঙ্গার। এরপর ৬০তম মিনিটে নিজেই হয়ে ওঠেন নায়ক। বক্সের ডান দিক থেকে বাঁকানো শটে গোল করেন ইয়ামাল। ডিফেন্ডারের গায়ে লেগে বল গিয়ে জড়িয়ে পড়ে দূরের পোস্টের ওপরের কোণে।
ইয়ামালের ওই গোলে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। এরপর রাফিনিয়া ও মার্কাস রাশফোর্ড একে একে গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫ ম্যাচের মধ্যে ১৪তম জয় তুলে নেয় বার্সা।
এই জয়ে লিগ পর্ব শেষ করেছে বার্সেলোনা পঞ্চম স্থানে থেকে। যা ফলে কোনো প্লে-অফ ছাড়াই সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে। অন্যদিকে ৩৬ দলের লিগ পর্বে কোপেনহেগেন শেষ করেছে ৩১তম স্থানে।
ঢাকা/আমিনুল