মিমিকে হেনস্তা, সরব শুভশ্রী
মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন আয়োজকরা অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেন তৃণমূলের এই প্রাক্তন সংসদ সদস্যকে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একসময় রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু সেই প্রেম ভেঙে দিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান এই নির্মাতা; পরবর্তীতে এ সম্পর্ক বিয়েতে গড়ায়। এ নিয়ে তিক্ততা তৈরি হয়েছিল শুভশ্রী-মিমির। তবে সেসবই এখন অতীত। মিমিকে অপমানের ঘটনা নিয়ে সরব হলেন শুভশ্রী গাঙ্গুলি।
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “বিগত কিছু সময় ধরে একটি জিনিস আমরা লক্ষ্য করছি, সেলিব্রেটিরা বিশেষ করে নারী সেলিব্রিটিরা খুব বেশি সফট টার্গেট হয় যাচ্ছে মানুষের কাছে। এই কথাটা কি আমরা মেনে নিচ্ছি? খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এই কথাটার সঙ্গে?”
সংগীতশিল্পী লগ্নজিতা, অভিনেত্রী মিমির উদাহরণ টেনে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “লগ্নজিতা, মিমি বা মৌনির সঙ্গে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে, আমরা এক একজন শিল্পী, আমরা সবাই সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি।”
সোশ্যাল মিডিয়ার কটাক্ষ নিয়ে কথা বলেন শুভশ্রী। এ অভিনেত্রী বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই সমাজ আপনাদেরও এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায় আপনাদেরও তাই যা করবেন একটু ভেবেচিন্তে করবেন।”
ঢাকা/শান্ত