ডি ককের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ প্রোটিয়াদের
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ঘরের মাঠে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে আগুন ঝরালেন কুইন্টন ডি কক। বৃহস্পতিবার তার বিধ্বংসী শতকে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহও তুচ্ছ হয়ে গেল। সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
সুপারস্পোর্ট পার্কে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে পাহাড়সম ২২১ রান। শিমরন হেটমায়ারের আক্রমণাত্মক ৭৫ এবং শেরফান রাদারফোর্ডের শেষদিকের ঝরঝরে অপরাজিত ৫৭ রানে ভর করে চার উইকেটে এই বড় সংগ্রহ পায় অতিথিরা। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ছিলেন কেশভ মহারাজ, যিনি দুটি উইকেট শিকার করেন।
এত বড় লক্ষ্যও দক্ষিণ আফ্রিকার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রান তাড়ায় শুরুতেই এইডেন মার্করাম ফিরলেও, এরপর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন ডি কক ও রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এই জুটির ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ ছন্নছাড়া হয়ে পড়ে। মাত্র ৭২ বলেই দু’জনে যোগ করেন ১৬২ রান।
ইনিংসের মধ্যেই ডি কক ছুঁয়ে ফেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২ হাজার রানের উল্লেখযোগ্য মাইলফলক। এরপর ৪৩ বলে শতক পূর্ণ করে ম্যাচের ভাগ্য কার্যত লিখে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার, যেখানে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার।
অন্য প্রান্তে সমান তালে এগিয়ে যান রায়ান রিকেলটন। ২৫ বলেই ফিফটি পূর্ণ করা এই ব্যাটার তিন নম্বরে নেমে খেলেন নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত ৭৭ রানের ইনিংস। তাতে ১৫ বল রেখে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয় ম্যাচের এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়ে গেল স্বাগতিকদের। আগামীকাল শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
ঢাকা/আমিনুল