ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্যের চালান নিলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্যের চালান নিলাম

নিলামকৃত পণ্য

চট্টগ্রাম কাস্টমস হাউস খালাস করেনি এমন বিভিন্ন পণ্য নিলামের মাধ্যমে বিক্রির কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট এবং জটের ফলে উদ্ভূত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম কাস্টমস হাউসে ২ হাজার ৮০০ টন পণ্যের চালান নিলাম করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

জানা গেছে, কাস্টমস অকশন শেডে দীর্ঘদিন ধরে রক্ষিত ব্যবহৃত স্টিল পাইপ, রাবার হোস, পিটিংস, এক্সেসরিজের প্রায় ২ হাজার ৮০০ টন পণ্যই অকশনের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নেয় চট্টগ্রাম কাস্টমস। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে পণ্যচালানটির নিলাম কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের ই অকশন ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয়। 

গত ১৫ ডিসেম্বর প্রতিযোগিতামূলক উক্ত নিলামে মোট ১৩ জন বিডার অংশগ্রহণ করেন। সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বিড মূল্যে এই পণ্যচালানটি বিক্রয় করা হয়। বিডমূল্য, ভ্যাট ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর বিডারের অনুকূলে পণ্যচালানটির খালাস করা হয়েছে।

উল্লেখ্য যে, আলোচ্য পণ্যচালানটি পণ্যের পরিমাণ বিবেচনায় কাস্টমস হাউস, চট্টগ্রামের ইতিহাসে নিলামকৃত সর্ববৃহৎ পণ্যচালান। এই নিলাম কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন কাস্টমস অকশন শেডের সিংহভাগ স্থান খালি করা সম্ভব হয়েছে। অন্যদিকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ নিশ্চিত হয়েছে এবং বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউস, চট্টগ্রাম নিয়মিতভাবে ই অকশন কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঢাকা/নাজমুল/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়