জামায়াতের জনসভা, লোকে লোকারণ্য ফেনী পাইলট বিদ্যালয় মাঠ
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসা মানুষের একাংশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনীর নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় পরিপূর্ণ হয়ে গেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এই জনসভায় ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরেজমিনে দেখা যায়, বাস, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। তারা গাড়ি থেকে নেমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে
সমাবেশস্থল ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ও ‘ঈগল’ শোভা পাচ্ছে। দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন তাদের অনেকেই।
ছাগলনাইয়া থেকে আসা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আবছার মজুমদার বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে গণজোয়ার উঠেছে। আমরা যে সাম্য-স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তা আজও বাস্তবায়ন হয়নি। আশাকরি এবার সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে পারব।”
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, “নির্বাচনি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সব নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এ জনসভা থেকে জামায়াতের আমির নেতাকর্মীদের নির্বাচন নিয়ে দিক-নির্দেশনা দেবেন। দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। আমিরের আগমন ঘিরে স্থানীয় রাজনীতিতে উৎসবের আমেজ বইছে। নির্বাচনেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।”
এর আগে সকাল ৮টা থেকে এ জনসমাবেশ শুরু হয়। জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ১১ দলীয় জোট সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির(জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ঢাকা/সাহাব/মাসুদ