ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ লাখ টাকা দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ৬ কৃষক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৩০ জানুয়ারি ২০২৬  
৭ লাখ টাকা দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ৬ কৃষক

মুক্তি পাওয়া কৃষকদের কয়েকজন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার আশ্রয়কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে অপহৃত ছয়জন কৃষক মুক্তি পেয়েছেন। ৭ লাখ টাকার বিনিময়ে অপহরণের দুই দিন পর তাদের ছেড়ে দিয়েছে পাহাড়ি দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যংয়ের বাহারছড়া ইউনিয়নের তলাজুরি পাহাড়ি ছড়ায় অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়ি পথ চেনা থাকায় তারা পায়ে হেঁটে নিজ নিজ বাড়িতে ফিরে আসেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পাওয়া কৃষকরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝিমংখালীর মিনা বাজার এলাকার সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩), একই ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আশ্রয়কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।

হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) আক্তার বলেন, “সন্ধ্যায় বাহারছড়া সংলগ্ন তলাজুরি ছড়ায় অপহৃতদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পাহাড়ি পথ চেনার কারণে তারা নিজেরাই পায়ে হেঁটে বাড়িতে ফেরেন।”

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি নির্জন এলাকায় অপহৃতদের পরিবারের কাছ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তলাজুরি পানির ছড়ায় অপহৃতদের ছেড়ে দেয়।

তিনি বলেন, “মুক্তিপ্রাপ্তরা চারজন অপহরণকারীর পরিচয় শনাক্ত করেছেন। এর মধ্যে তিনজন বাহারছড়া এলাকার স্থানীয় এবং একজন উপজাতি বলে তারা জানিয়েছেন।”

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় অস্ত্রের মুখে ছয়জন কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

এ বিষয়ে জানতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের মোবাইলে সংযোগ করা হয়। সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়