ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৩০ জানুয়ারি ২০২৬  
নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আজিমুল কাদের ভূঁইয়া।

নিখোঁজের তিনদিন পর নরসিংদীর বেলাবতে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

নিহত আজিমুল কাদের বাজনাব এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলার বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পেশায় তিনি পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল তার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগ্নে মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা খামারের পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে আজিমুলের মরদেহ উদ্ধার করে। 

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, ‍“আমরা রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খামারের দুই শ্রমিক পলাতক। মুরগি চুরির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়