বোয়ালমারীতে পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাহবুবুর রহমান সজিব (মাঝে)।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবদলের এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মাহবুবুর রহমান সজিব। তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী আর্মি ক্যাম্প বুধবার রাতে অভিযান পরিচালনা করে। সজিবের বাড়ি তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
ফরিদপুর জেলা যুবদল সভাপতি মো. রাজিব হোসেন বলেন, “অপরাধীর কোনো দল নেই। অস্ত্রসহ ধরা পড়লে সেই দায় সজিবের ব্যক্তিগত, দলের নয়। যুবদলে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আমরা খুব দ্রুতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, "যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।”
ঢাকা/তামিম/মাসুদ