নিশ্চিত এলসিটির চার সেমিফাইনালিস্ট, বাদ আকরাম-নান্নুর দল
বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-টেন ডট টেন পাওয়ার্ড বাই ওয়ালটনের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করেছে দুর্জয়ের নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, পাইলটের একমি স্ট্রাইকার্স, সুজনের এক্সপো রেইডার্স ও সুমনের জেমকন টাইটান্স। বাদ পড়েছে আকরাম-নান্নুর দল জাদুবে স্টার্স ও বৈশাখি বেঙ্গল।
০৭:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার