ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি ঘর পাচ্ছে টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৪ জানুয়ারি ২০২৬  
সরকারি ঘর পাচ্ছে টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী রাজস্থলী উপজেলায় পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন।

টেবিল টেনিসে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় খই খই সাই মারমাকে ঘর নির্মাণ করে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙামাটির রাজস্থলী উপজেলায় দাপ্তরিক কাজে ভ্রমণকালে উপজেলার পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিচু এবং জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় সেখানে বাড়ি না বানিয়ে খই খই মারমার গ্রামের বাড়ি চুশাক পাড়ায় ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

রাঙামাটির কৃতী টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে রৌপ্য পদক জিতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন। এই ১৮ বছর বয়সী মারমা বালিকা বিকেএসপির শিক্ষার্থী এবং ঘরোয়া প্রতিযোগিতায় ডাবলসহ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

আরো পড়ুন:

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার অনন্য সাফল্যের প্রশংসা করেন। পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য গর্বের বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক খই খই সাই মারমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের পাশাপাশি তাঁর পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। 

এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, খই খই সাই মারমার আবেদনের প্রেক্ষিতে আজকে ডিসি স্যার রাজস্থলীতে আসলে তাঁর পৈত্রিক জায়গায় ঘর নির্মাণের বিষয়ে পরিদর্শন করেন। তবে খই খই মারমা যেখানে ঘর তৈরির জন্য বলবেন, সেখানে ঘর তৈরি করা হবে। এটা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হবে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। এটা প্রাথমিক ধাপ।

খই খই সাই মারমা বলেন, ‘‘প্রশাসন থেকে ঘর তৈরি করে দিবে বলেছে। তাই আজকে জেলা প্রশাসক ম্যাডাম রাজস্থলীতে আসলে উপজেলা সদরের পাইনপাড়ায় আমাদের একটি জায়গা তিনি পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নানান সমস্যার কারণে ঘরটি গ্রামের বাড়ি চুশাকপাড়ায় তৈরি করে দেবেন বলেছেন।’’ এছাড়া সড়কটির জন্য একটি প্রকল্প দ্রুত নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভাসহ অন্যান্য কর্মকর্তারা। 

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়