ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনার আমলের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ জানুয়ারি ২০২৬  
হাসিনার আমলের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ 

রাজধানীর বনশ্রীতে নির্বাচনি গণসংযোগে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন। হাসিনার আমলে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রীতে নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী। 

আরো পড়ুন:

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা ১১ দলের পক্ষ থেকে  দুর্নীতি ও বৈষ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

এনসিপির এই নেতা বলেন, “আমি বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই। আমরা যেমন দেশ সংস্কার চাই, তেমনি এলাকার সংস্কারও চাই।”

নাহিদ ইসলাম বলেন, “এই এলাকায় গ্যাস সংকট, রাস্তা-ঘাট সংস্কারের অভাব রয়েছে। চাঁদাবাজি, মাদক কারবারি সমস্যা রয়েছে। আমরা এই সমস্যাগুলো দূর করব।” 

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়