ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন জালিয়াতি করে ফাঁসির কয়েদির পলায়ন, গ্রেপ্তার দুই

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৬  
জামিন জালিয়াতি করে ফাঁসির কয়েদির পলায়ন, গ্রেপ্তার দুই

ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ফাঁসির আসামির পলায়নের ঘটনায় গ্রেপ্তার পলাশ ও দিদার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি হৃদয়ের পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিন পাওয়া দিদার হোসেনসহ কারাগারে আটক সাতজনকে আসামি করা হয়েছে। আরো পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। 

আরো পড়ুন:

গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ।

মামলার বর্ণনায় বলা হয়েছে, কারাগারে দায়িত্বে থাকা কর্মকর্তা ও কারারক্ষীদের বিভ্রান্ত করে আসামি হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে উপস্থাপন করে। এসময় তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে বলে দাবি করে এবং অন্যান্য আসামি তার পরিচয় নিশ্চিত করে স্বাক্ষ্য দেন। 

কারাগারে আটক থাকা দুই থেকে সাত নম্বর আসামিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, অনৈতিক লাভের আশায় পরস্পর যোগসাজশ ও পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা আসামি হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পলাতক দিদারকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

ঢাকা/পলাশ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়