ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজার-৩: ‘কেন্দ্রের গ্রিন সিগন্যালে’ মাঠে মান্নান, আঁধারে বিলাল-শিবির

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০০:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজার-৩: ‘কেন্দ্রের গ্রিন সিগন্যালে’ মাঠে মান্নান, আঁধারে বিলাল-শিবির

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান ও ১১ দলীয় জোটের শরিক দল খেলাফতে মজলিসের প্রার্থী আহমদ বিলাল। ফাইল ফটো।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নির্বাচন থেকে জোটের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়ানোর পর হঠাৎ ভোটের মাঠে সরব হওয়া জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নানকে নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে জানা গেছে কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি; যদিও কিছুই জানে না শরিক দলের প্রার্থীর লোকজন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার শহরে মিছিলের মাধ্যমে নতুন করে নির্বাচনের কাজ শুরু করেছেন আব্দুল মান্নান। তবে জামায়াত নেতারা বলছেন, এটি ছিল মৌলভীবাজারে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে করা মিছিল। একপর্যায়ে এই মিছিল নির্বাচনি মিছিলে রূপ নেয়। 

আরো পড়ুন:

জেলা জামায়াতের কয়েকজন নেতাকে ফোন করে পাওয়া না গেলেও রাজনগর উপজেলা জামায়াতের সভাপতি আমির আবুর রাইয়ান শাহীনের সঙ্গে কথা হয়েছে রাইজিংবিডি ডটকমের।  

জামায়াত নেতা শাহীন বলেন, “জামায়াত প্রার্থী আব্দুল মান্নান তার কর্মী-সমর্থকদের বাধার কারণে মনোনয়ন প্রত‍্যাহারের শেষ দিনেও তিনি তা তুলতে পারেননি। দলীয়ভাবে অনেক চেষ্টা করে তার মনোনয়নপত্র প্রত‍্যাহার করাতে না পারায় তাকে নির্বাচনি প্রচার চালানোর গ্রিন সিগন্যাল দেওয়া হয় কেন্দ্র থেকে। তাই তিনি প্রচারে নেমেছেন।”

আব্দুল মান্নান হঠাৎ মাঠে নামায় দ্বিধায় পড়েছেন সাধারণ ভোটাররা। এমন একজন ভোটার সাদিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা সাধারণ ভোটার। এখন কী করব? ১১ দলীয় জোটের সমর্থক ছিলাম। এখন কাকে ভোট দেব? দুজন প্রার্থী হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।”

কয়েক বছর মাঠ চষে বেড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালে আমেজহীন হয়ে পড়ে ভোটের প্রচার। এখন তিনি ভোটের মাঠে সক্রিয় হওয়ায় ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থীর শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে। বিলালের নেতাকর্মীরা মূলত অন্ধকারে রয়েছেন; কারণ ১১ দলীয় জোটের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি বলে দাবি করছেন তারা।

মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলাল। তার নির্বাচনি সেলের প্রধান সমন্বয়ক কাজী হারুন বললেন, তাদের কাছে মান্নানের ভোটের প্রচারে নামার কোনো তথ্য নেই। 

কাজী হারুন বলেন, “আমরা জানি জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের মৌলভীবাজার আসছেন; সেই উপলক্ষে স্বাগত মিছিল হয়েছে। এর চেয়ে বেশি আর কিছু বলা যাচ্ছে না।”

বিলাল ও মান্নান ছাড়া এই আসনের উল্লেখযোগ্য অন্য দুই প্রার্থী হলেন বিএনপির এম নাসের রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত। তারা ভোটের মাঠে রয়েছেন। তবে মান্নান মাঠ ছেড়ে উঠে যাওয়ায় আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল বিএনপির নাসের ও খেলাফত মজলিসের বিলালের মধ্যে। মান্নান আবার মাঠে ফেরায় এবং শেষ পর্যন্ত তিনি যদি মাঠে থাকেন, তাহলে ভোটের খেলা ঘুরে যাবে; এমনই আভাস মিলছে।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর পরিচালনায় দাঁড়িপাল্লার মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান নিজেই। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। ১২ তারিখ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।”

মান্নার সুযোগ চাইলেও খেলাফত মজলিসের বিলালের বিষয়ে জোটগত সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু বলেননি। যে কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আগামী ৭ জানুয়ারি জামায়াত আমিরের কুলাউড়া উপজেলায় সফর করার কথা রয়েছে, যেখানে তিনি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বলে কথা রয়েছে। এখন আমিরে জামায়াতের সফর পর্যন্ত নাকি মান্নান জোটের বিকল্প প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকছেন, সেটিই এখন বড় প্রশ্ন; যার সহজ-সরল উত্তর দল দুটির নেতারা দিতে পারেননি।

ঢাকা/আজিজ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়