ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫২ দিন পর হিলি বন্দরে চাল আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৫, ২১ জানুয়ারি ২০২৬
৫২ দিন পর হিলি বন্দরে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল নিয়ে বুধবার হিলি স্থলবন্দরে এসেছে দুটি ট্রাক।

সরকার আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আসতে শুরু করেছে। প্রায় ৫২ দিন পর বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মেসার্স ডি পি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান দুটি ভারতীয় ট্রাকে ৭৭ মেট্রিক টন চাল আমদানি করে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি জানান, গত বছরের ৩০ নভেম্বর থেকে ভারত থেকে এই বন্দরে চাল আমদানি বন্ধ ছিল। প্রায় ১ মাস ২২ দিন পর আবারো শুল্কমুক্তভাবে চাল আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। দেশের বাজারে চালের চাহিদা বিবেচনায় নিয়ে এবং বাজার দর স্বাভাবিক রাখতে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য ছাড়করণ করছেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারককে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তিনদিন আগে তারা অনুমতি পান। বুধবার থেকে চাল আমদানি শুরু হয়েছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়