ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে জনতার মুখোমুখি চার প্রার্থী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৩১ জানুয়ারি ২০২৬  
রাঙামাটিতে জনতার মুখোমুখি চার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মঞ্চে জনগণের মুখোমুখি করা হয়।

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-এই স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে প্রার্থীদের একই মঞ্চে জনগণের মুখোমুখি করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) শহরের পৌরসভা প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।

আরো পড়ুন:

অনুষ্ঠানে উপস্থিত চার প্রার্থী ভোটারদের কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থী পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান।

প্রার্থীরা সম্মিলিতভাবে হাত উঁচিয়ে এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর করে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি করার প্রতিশ্রুতি দেন। একই সাথে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসীদের বর্জনে ও সৎ প্রার্থী বেছে নেওয়ার অঙ্গীকার করা হয় ভোটারদের।

নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মাঝে স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, নারীর ক্ষমতায়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা।

সুজন রাঙামাটি জেলা কমিটিরি সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রধান সমন্বয়কারী দীলিপ সরকার, সুজন রাঙামাটি জেলার সম্পাদক এম জিসান বখতিয়ার প্রমুখ।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে রাঙামাটি আসনের সাত প্রার্থীর মধ্যে চার জন উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের জুঁই চাকমা, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী অশোক তালুকদার ও গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশার।

ঢাকা/শংকর/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়