গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১
গাজায় কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
হামাস পরিচালিত একটি পুলিশ স্টেশন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলের অ্যাপার্টমেন্ট এবং তাঁবুতে হামলা চালানো হয়েছে।
আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠপন হামাসের মধ্যে ক্ষীণ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমানগুলি গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান থানা লক্ষ্য করে হামলা চালিয়ে ১৩ জন কর্মকর্তা এবং আটক ব্যক্তিকে হত্যা করেছে।
গাজা উপত্যকায় হামাস পরিচালিত পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে আরও হতাহতের সন্ধান করছে।
শিফা হাসপাতালের কর্মকর্তাদের মতে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে আরেকটি বিমান হামলায় তিন শিশু এবং দুই মহিলা নিহত হয়েছে। আরও দক্ষিণে খান ইউনিসে একটি তাঁবু শিবিরে হামলায় আরো সাতজন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, শুক্রবার একটি ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে যেখানে সেনারা রাফাহের একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা আটজন বন্দুকধারীকে শনাক্ত করেছে।
হামাস ইসরায়েলের দাবি অস্বীকার করে বলেছে, “বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার ন্যায্যতা প্রমাণ করার একটি স্পষ্ট এবং করুণ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই ভিত্তিহীন ও তুচ্ছ দাবিগুলো মধ্যস্থতাকারী, গ্যারান্টর রাষ্ট্র এবং শান্তি পরিষদ নামে পরিচিত সকল পক্ষের প্রতি (ইসরায়েলি) দখলদারদের অবজ্ঞার প্রমাণ দেয়।”
ঢাকা/শাহেদ