ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব: জামায়াতের আমির

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬
দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব: জামায়াতের আমির

শনিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব, এটাই আমাদের অঙ্গীকার। যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য অর্জন করা হবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা সরকারি মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জামায়াতের আমির বলেন, “দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে সত্যিকারের উন্নতির পথে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তা আমরা স্পষ্ট করে দিতে চাই।”

তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশ গঠনের আন্দোলনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে।” 

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।” সবাইকে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। 

আরো উপস্থিত ছিলেন—ঢাকা জেলা জামায়াতের ইসলামীর শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতের আমির, মোহাম্মদ আব্দুর রহিম মজুমদারসহ ১১ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা।

ঢাকা/সিপন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়