ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসভ্য কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি: ওমর সানী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৪, ৩১ জানুয়ারি ২০২৬
অসভ্য কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি: ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী।

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। তিন দশকের বেশি সময়ের সংসার এই তারকার জুটির। দীর্ঘদিন ধরে দুজন দুই দেশে অবস্থান করায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা করছেন অনেকেই। 

এমনকি কেউ কেউ প্রকাশ্যে দাবি করছেন, এই তারকা দম্পতির নাকি বিচ্ছেদ হয়ে গেছে। এসব মন্তব্যে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

আরো পড়ুন:

সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। ওমর সানী বলেন, “অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি। এ রকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।”

এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট অনুষ্ঠানে একই প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেতা। সেখানে সম্পর্কের অবস্থা নিয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবে। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটার দেখতেও চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।”

বিভিন্ন সময়ে শোনা গেছে, অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন। এ কারণেই তাঁকে দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হচ্ছে বলে জানা যায়।

ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি। নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন বলেও জানান এই অভিনেতা।

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ওই পডকাস্টে ওমর সানী বলেন, “সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া আর ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”

ঢাকা/রাহাত/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়