এমন স্বামী পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়: ফারিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অভিনেত্রী শবনম ফারিয়া
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর এবার স্বামীকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু নয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে দেওয়া ওই পোস্টে শবনম ফারিয়া স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া কিছুই নয়।”
বিয়ে নিয়ে এক সময় অনাগ্রহের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি লেখেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি আগ্রহী ছিলাম না। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সবকিছু ভালোই হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করেন শবনম ফারিয়া।
নতুন ঘরে ওঠার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন শবনম ফারিয়া। তিনি বলেন, “আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই ক’দিনেই আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি। আর তাতেই আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।”
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন শবনম ফারিয়া। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর বাসিন্দা। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম তৈয়ব। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
ঢাকা/রাহাত/এস