ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কামিন্সকে ছাড়া বিশ্বকাপে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩১ জানুয়ারি ২০২৬  
কামিন্সকে ছাড়া বিশ্বকাপে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স পিঠের চোটের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ার চূড়ান্ত ১৫ জনের দলে জায়গা পেয়েছেন বেন ডারউইস। ফর্মের ভিত্তিতে ম্যাট রেনশ দলে ঢুকেছেন, আর স্টিভেন স্মিথের জন্য কোনো জায়গা হয়নি। যদিও তার দলে ঢোকা নিয়ে তেমন আলোচনা হয়নি।

ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন‌্য ১৫ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ‌্যাম্পিয়নরা।

ইনজুরির কারণে প‌্যাট কামিন্স বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকরা। ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে মাঠে ফিরে বিশ্বকাপ খেলতে পারবেন কামিন্স। কিন্তু ‘পুরোপুরি সুস্থ হতে আরো সময়ের প্রয়োজন’ তার।

নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, ‘‘প্যাটের পিঠের চোটে আরও সময় লাগায়, বেন দলে যোগ দিচ্ছেন বাঁহাতি পেস, সক্রিয় ফিল্ডিং এবং লেট অর্ডারে শক্তিশালী ব্যাটিং বিকল্প হিসেবে।’’

‘‘ম্যাট রেনশ সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। শ্রীলঙ্কায় পুল পর্বে স্পিন সহায়ক কন্ডিশনের দিকে নজর রেখে, তিনি মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ সমর্থন দিতে পারবেন। বাঁহাতি হিসেবে তিনি দলের ব্যাটিংয়ে ভিন্ন মাত্রা যোগ করবেন।’’ – যোগ করেন তিনি।

কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

অস্ট্রেলিয়া এখন পাকিস্তান সফর করছে। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছেন তারা। সিরিজের প্রথম ম‌্যাচ হেরে ১-০ ব‌্যবধানে পিছিয়ে আছে। আজ দুপুরে দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল।  

অস্ট্রেলিয়ান স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কোনলি, টিম ডেভিড, বেন ডারউইস, ক‌্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ‌্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিশ, ম‌্যাথু খুনেমান, গ্লেন ম‌্যাক্সওয়েল, ম‌্যাথু রেনশ, মার্কশ স্টয়নিশ, অ‌্যাডাম জাম্পা।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়