ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই যুগ পর সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩১ জানুয়ারি ২০২৬  
দুই যুগ পর সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

প্রায় দুই যুগ পর আগামী সোমবার খুলনা যাচ্ছেন  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে অংশ নেবেন নির্বাচনি জনসভায়। 

খুলনা মহানগর ও জেলা বিএনপি আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে জনসভার আয়োজন করছে। 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আড়ম্বরপূর্ণ আয়োজনে তাকে বরণের প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, “দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা আসছেন। এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষনিক আলোচনায় বসে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে।” 

দলীয় সূত্রে জানা গেছে, খুলনায় নির্বাচনি জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে দলীয়ভাবে। চেয়ারম্যানের এই আগমনকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতা–কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন।” 

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ওইদিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি। দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে কর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে।

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়