ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিব ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলুক, চান আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩১ জানুয়ারি ২০২৬  
সাকিব ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলুক, চান আশরাফুল

সাকিব আল হাসান। ফাইল ফটো

বাংলাদেশের জার্সিতে আবারো সাকিব আল হাসানের খেলা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয়েছে, সাকিবের ফেরার সম্ভাবনা ও সুযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। নানা মাধ্যমে এসেছে, আসছে মার্চে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে চায় বিসিবি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি বিসিবি।

নানা দিকে যখন সাকিবকে নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনা তখন জাতীয় দলের ব‌্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল নতুন কিছু দাবি করে বসলেন। আশরাফুল জানালেন, নানা জটিলতা পেরিয়ে সাকিবকে যদি আবার জাতীয় দলের জার্সিতে পাওয়া যায় তাহলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যেন খেলেন। আরেকটি ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ‌্য নিয়েই যেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব।

ক্রিকবাজ-কে আশরাফুল বলেছেন, ‘‘আমি তার একটা ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে সে বলেছিল যে, সে বাংলাদেশের হয়ে সব ফরম্যাট খেলে তারপর অবসর নিতে চায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আজকের ক্রিকেটে যদি কেউ শুধু একটি ফরম্যাটই খেলে—যেমন মুশফিকুর এখন শুধু টেস্ট খেলছে—আর যদি সে ওই ফরম্যাটেই ফোকাস করতে চায়, তাহলে যতদিন সে নিজে খেলতে চায় এবং যতদিন পারফর্ম করে, ততদিন তার খেলা চালিয়ে যেতেই পারে।’’

“আর এক বছরের মধ্যে যেহেতু আরেকটা বিশ্বকাপ আসছে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ)… সাকিব যদি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত শুধু বাংলাদেশের হয়ে ওয়ানডেই খেলতে চায়, তাহলে তখন তার বয়স হবে ৩৭–৩৮ (আসলে ৩৯) । আর এখনকার ক্রিকেটে যেভাবে ওয়ার্কলোড ম্যানেজ করা হয়, তাতে ৪০–৪২ পর্যন্ত খেলা কোনো ব্যাপারই না।’’ – বলেছেন আশরাফুল।

তিনি আরও বলেন, “এটা ভালোই হবে, কারণ সে ফিট আছে আর নিয়মিত সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। এমন তো না যে সে বাসায় বসে আছে। যেহেতু সে সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, আর যদি বাংলাদেশের জন্য শুধু ওয়ানডে খেলে বিশ্বকাপকে টার্গেট করে এগোয়, তাহলে সেটা সবার জন্যই ভালো হবে।”

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বারবার নিজের চাওয়া, প্রত্যাশার কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে।

বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ বিশ্বকাপের পর দেশের মাঠে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হবে ১২, ১৪ ও ১৬ মার্চ। পাকিস্তান সুপার লিগের কারণে পাকিস্তানের সফরটি হবে দুই ভাগে। মার্চে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ মে মাসে। ভবিষ্যৎ সফর সূচীতে টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে পরিবর্তিত সূচিতে তা বাদ হয়ে গেছে

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়