ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালাখালে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৩১ জানুয়ারি ২০২৬  
লালাখালে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মুসআব আমীন

সিলেটের জৈন্তাপুরে লালাখালে  ঘুরতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্র মারা গেছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) লালাখাল জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রের নাম মুসআব আমীন। তিনি শাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুসআব আমীন শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল হলেও পরিবার গাজীপুরে বসবাস করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার দুপুরে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী লালাখাল ভ্রমণে যান। দুপুরে তারা লালাখাল জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামেন। এ সময় মুসআব আমীন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা/ইকবাল/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়