দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো।
দেশের সামগ্রিক বা ম্যাক্রো অর্থনীতি নিয়ে সরকার সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থনীতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “দেশের সামষ্টিক বা ম্যাক্রো অর্থনীতি নিয়ে আমরা ওভারঅল সন্তুষ্ট। তবে মাইক্রো লেভেলে কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। পৃথিবীর কোনো দেশেই একসঙ্গে সব সেক্টর খুব ভালো চলে, এটা বাস্তবসম্মত নয়।”
তিনি বলেন, “অর্থনীতির বড় অংশ নির্ভর করে বিভিন্ন স্টেকহোল্ডারের পারফরম্যান্সের ওপর। সবকিছু একা বসে অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই কিছু খাতে সমস্যা থাকলেও সার্বিকভাবে অর্থনীতি স্থিতিশীল রয়েছে।”
বিগত সরকারগুলোর সময় ব্যাপক ঋণ নিয়ে রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ টেনে ড. সালেহউদ্দিন বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এর পেছনে বাস্তব কারণ রয়েছে।”
তিনি বলেন, “আগের সরকার যে প্রকল্পগুলো নিয়েছে, সেগুলোর অনেকগুলোর কাজ ইতোমধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বন্ধ করলে তা ‘ডেড ওয়েট লস’ হয়ে যেত অর্থাৎ দেওয়া অর্থ পুরোপুরি অপচয় হতো। সে কারণেই কিছু প্রকল্প বাস্তবায়ন করতে হয়েছে।”
অর্থ উপদেষ্টা জানান, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বর্তমান সরকার খুবই সংযত। পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে।
“আমরা ইতোমধ্যে প্রায় ৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছি। এই অর্থের সংস্থানও তো করতে হয়েছে,” বলেন তিনি।
মূল্যস্ফীতি আবার বাড়ছে- এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এই কারণেই আজই ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি।”
ঢাকা/এএএম/রাসেল