ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলায় যাতায়াত করা তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলায় যাতায়াত করা তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেশটির প্রধান আয়ের উৎস তেল খাতকে সরাসরি লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের সম্পদ চুরি করা এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচারসহ বহু কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আজ আমি ভেনেজুয়েলায় যাওয়া ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।”

ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ আগে ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘ঘৃণ্য হুমকি’ বলে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা।

ট্রাম্প তার পোস্টে বলেন, “ভেনেজুয়েলাকে দক্ষিণ আমেরিকার ইতিহাসে গঠিত সবচেয়ে বড় নৌবহর দ্বারা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। এটি আরো বড় হবে এবং এমন কিছু হবে যা তারা আগে কখনো দেখেনি।”

ট্রাম্প মাদুরোর সরকারের বিরুদ্ধে ‘নিজেদের অর্থায়ন, মাদক সন্ত্রাস, মানব পাচার, হত্যা এবং অপহরণের’ জন্য চুরি করা তেল ব্যবহার করার অভিযোগও এনেছেন।

ওয়াশিংটন দীর্ঘদিন থেকেই কারাকাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ করে আসছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন সামরিক বাহিনী মাদকবিরোধী অভিযান দাবি করে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন নৌযানগুলোতে হামলা চালিয়ে কমপক্ষে ৯০ জনকে হত্যা করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজও মোতায়েন করেছে।

বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদের দেশ ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের তেল সম্পদ দখলের চেষ্টা করছে। মাদুরো ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়