ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলমের সাইফুলসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৫
এস আলমের সাইফুলসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মো. সাইফুল আলম মাসুদ

এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম মাসুদসহ ৩৬ জনের বিরুদ্ধে নতুন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

জনতা ব্যাংকের প্রায় ২০৩২ কোটি টাকা ঋণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ে এই মামলা হয়। মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। 

আরো পড়ুন:

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক শোবেল আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য ঋণ অনুমোদন, নবায়ন ও বর্ধিতকরণের ক্ষেত্রে অভিযুক্তরা ব্যাংকের শীর্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম, প্রতিষ্ঠানটির পরিচালক মো. আব্দুল্লাহ হাসান, এস আলম গ্রুপভুক্ত একাধিক প্রতিষ্ঠানের পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকদের আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, প্রতিষ্ঠানের পরিচালক আবদুল্লাহ হাসান, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের এমডি আলহাজ মো. রাশেদুল আলম, পরিচালক ফারজানা বেগম ও মোহাম্মদ আবদুস সবুর, সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শহিদুল আলম, এস আলম ট্রেডিং কোং লিমিটেডের পরিচালক মো. ওসমান গনি এবং কমোডিটি ইন্সপেকশন সার্ভিসেস (বিডি) লিমিটেডের এমডি খন্দকার জহিরুল হক।

অবৈধভাবে ঋণ অনুমোদন ও নবায়নের মাধ্যমে জালিয়াতিতে সহায়তার অভিযোগে জনতা ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সিরাজুল করিম মজুমদার, মো. শহিদুল হক ও মো. আবুল মনসুর. সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল আহসান, মো. জাকারিয়া, মাসফিউল বারী ও মো. কামরুজ্জামান খান; সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এ কে এম শরীয়ত উল্লাহ এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল জব্বার, মো. তাজুল ইসলাম ও মো. ইসমাইল হোসেনকে আসামি করা হয়েছে।

এছাড়া অনিয়ম জেনেও ঋণ প্রস্তাব অনুমোদন বা বাধা না দেওয়ার অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালকদেরও মামলায় আসামি করা হয়েছে। এই তালিকায় আছেন- সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ ও ড. এস এম মাহফুজুর রহমান। সাবেক পরিচালক খন্দকার সাবেরা ইসলাম, অজিত কুমার পাল, কে এম শামসুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আবদুস সালাম আজাদ, জিয়াউদ্দিন আহমেদ এবং মো. আব্দুল মজিদকে আসামি করা হয়েছে মামলায়।

দুদক সূত্র জানায়, এস আলম গ্রুপভুক্ত গ্লোবাল ট্রেডিং করপোরেশন, এস আলম ট্রেডিং কো. ও সোনালী ট্রেডার্সে মোট ৪৪টি পে-অর্ডারের মাধ্যমে অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়। পাশাপাশি নিজস্ব ও গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের নামে এলসি খুলে অর্থ রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়