ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালথায় আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর কৃষক নেতার হামলা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৭ ডিসেম্বর ২০২৫  
সালথায় আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর কৃষক নেতার হামলা

অভিযুক্ত খোরশেদ খান

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছেন খোরশেদ খান (৪৫) নামের এক কৃষকলীগ নেতা ও তার সহযোগীরা। হামলায় সালথা থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল মোল্যার মাথা ফেটেছে। এ ঘটনায় খোরশেদ খানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নতুন বজার এলাকায় এ হামলা হয়। আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি। তিনি আগুলদিয়া গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান খানের ছেলে। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার খানকে গ্রেপ্তার করতে যায় সালথা থানার এএসআই মুকুল মোল্যা ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষকলীগ নেতা খোরশেদ খান। একপর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালান। এএসআই মুকুলের মাথা ফেটে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খান বলেছেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে কৃষকলীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগীরা বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় কৃষললীগ নেতা খোরশেদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয় হচ্ছে।

ঢাকা/তামিম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়