কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাস চালকের বরাতে তিনি বলেন, ‘‘বাসের ভেতর হেলপার সাউন্ড বক্সে গান শুনছিলেন। হঠাৎ বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, তার আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’’
ঢাকা/তারেকুর/রাজীব